করোনা প্রতিরোধে যানজট নিরসনে রাস্তায় নামলেন চেয়ারম্যান মাসুম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

করোনা ভাইরাস একটি মহামারী সংক্রামক রোগ। এ রোগ থেকে নিরাপদে থাকার জন্য গত কয়েকদিন ধরে গণসচেতনতা থেকে শুরু করে বাজার মনিটরিং লিফলেট বিতরণ মাইকিং সহ একটি ২৫ সদস্য কমিটির মাধ্যমে বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সেই সাথে মেঘনা শিল্পনগরীতে বাস ও ট্রাক প্রবেশ মুখে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়।

যানজটের ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক চালক ও হেলপাররা যাতে যানজটে দীর্ঘক্ষণ বসে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় এবং পথচারী ও স্থানীয় জনগণ যাতে এ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারে সেজন্য যানজটমুক্ত শিল্পনগরী গড়ে তোলার লক্ষ্যে ২১ মার্চ শনিবার সকালে স্থানীয় কয়েকটি বাজার মনিটরিং শেষে মেঘনা শিল্পাঞ্চলের যানজট নিরসনে স্থায়ী সিএনজি, অটো ও বাসষ্ট্যান্ড নির্মাণের প্রদক্ষেপ নেন। সেই সঙ্গে সেখানে নিজ খরচে ইট দিয়ে সলিং তৈরি করারও ঘোষণা দেন, সাথে রাস্তার উপর গড়ে তোলা অবৈধ দোকারও উচ্ছেদ করেন।