নারায়ণগঞ্জে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাদাহ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ভারতের দিল্লীতে মুসলমানদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাদাহ করেছে ওলামা পরিষদ নারায়ণগঞ্জ। একই সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফুফুজে খতমে নবুওয়্যাত বাংলাদেশ। দুুটি কর্মসূচিতেই সাধারণ মুসুল্লীরাও অংশগ্রহণ করে।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমআ নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে ওলামা পরিষদ। সমাবেশ বক্তব্য রাখেন ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল আউয়াল, জেলা সমন্বয়ক ও জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা হারুন উর রশিদ, মাওলানা দেলোয়ার হোসাইন প্রমূখ।

জুমআ নামাজে আগত হাজার হাজার মুসুল্লীরাও ওলামা পরিষদের সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশ চলাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাদাহ করেন মুসুল্লীরা।

অন্যদিকে একই সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর ও চিটাগাংরোড এলাকা থেকে দুটি মিছিল বের করা হয়। মিছিলকারীরা মুজিববর্ষে নরেন্দ্রে মোদীর বাংলাদেশ সফর ও দিল্লিতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে শ্লোগান দেন। পরে তারা সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন-হেফাজতে ইসলামের নেতা মুফতি বশির উল্লাহ, মাওলানা খালেদ আহমেদ, মাওলানা ফয়সাল আহমেদ জালালাবাদী, মাওলানা জাফর, মাওলানা নূর ইসলাম রাহি ও মাওলানা উমর ফারুক প্রমূখ।