রিভিশন প্রত্যাহার করে ভাইয়ের খুনিদের যেভাবে বাঁচালেন!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দীর্ঘ ১৭ বছর ধরে আপন ভাই সাব্বির আলম খন্দকার হত্যার বিচার দাবি করে আসছেন বড় ভাই তৈমূর আলম খন্দকার ও ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। কিন্তু রহস্যজনক হলো এই মামলার বাদী তৈমূর আলম খন্দকার আদালতে এখনও স্বাক্ষীই দেননি। প্রায় ১২ বছর ধরে ওই মামলায় আদালতে বাদী হিসেবে হাজিরই হয়নি তৈমূর আলম খন্দকার।

আদালত সূত্রে জানাগেছে, সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা। সেই ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা ২য় আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। চার্জশিট থেকে সাবেক এমপি গিয়াসউদ্দীন সহ বেশকজনকে অব্যাহতির আবেদন করা হয়। ওই চার্জশিটের বিরুদ্ধে না রাজি পিটিশন দাখিল করেছিলেন। না রাজি পিটিশন খারিজ করে দেন আদালত। ফলে আসামিরা মামলা থেকে অব্যাহতি পান। কিন্তু তারপরেই ছাড় দেননি তৈমূর আলম। তিনি না রাজি পিটিশন খারিজের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করেছিলেন।

এমন পরিস্থিতিতে চলে আসে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ওই নির্বাচনে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী হোন তৈমূর আলম খন্দকার। নির্বাচনে তৈমূর আলমের পক্ষে নামাতে আতাত গিয়াসউদ্দীন ও জাকির খানের বাসায় যান। ওই সময় তাদের দাবি ছিল- সাব্বির আলম খন্দকার হত্যা মামলার না রাজি খারিজের বিরুদ্ধে দায়েরকৃত রিভিশন পিটিশন প্রত্যাহার করতে হবে। তাহলে গিয়াসউদ্দীন ও জাকির খানের লোকজন তৈমূর আলম খন্দকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবেন। তাদের দাবিমতে- তৈমূর আলম খন্দকার রিভিশন প্রত্যাহার করে নেন এবং না রাজি খারিজ মঞ্জুর হয়ে যায়। ফলে পুলিশের দেয়া চার্জশিট বহাল থাকলেও অব্যাহতির আবেদন করা আসামিরা মামলা থেকে ছাড় পান।

আদালতে খোঁজ নিয়ে জানাগেছে, মামলাটি নিয়ে বাদীর কোন আগ্রহ নেই। মামলাটির ধার্য্য তারিখে বাদী তৈমূর আলমকে উপস্থিত দেখা যায়না। ফলে এই মামলার নথিপত্র খুঁজতেও কষ্টসাধ্য হয়ে পড়ে।

ঘটনা সূত্রে জানাগেছে, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি প্রাতঃভ্রমনের সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাব্বির আলম খন্দকার। এ ঘটনায় বিএনপির দলীয় এমপি গিয়াসউদ্দীন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, গিয়াসের শ্যালক জুয়েল, জাকির খানের ভাই জিকু খান, মামুন খান, অহিদুল হক ছুক্কু, আব্দুল আজিজ বাচ্চু, মনিরুল ইসলাম সজল, ডিব্বা হালিম সহ ১৭ জনের নাম উল্ল্যেখ করে মামলা দায়ের করেন তৈমূর আলম খন্দকার। ঘটনার পর থেকে গিয়াসউদ্দীনই সাব্বির আলমের খুনি হিসেবে অভিযুক্ত করে আসছিলেন তৈমূর আলম।

পরবর্তীতে দীর্ঘ ৩৪ মাস তদন্ত শেষে সিআইডির তদন্ত কর্মকর্তা ২০০৬ সালে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৮ জনকে অভিযুক্ত করা হয়। যেখানে গিয়াসউদ্দীন ও তার শ্যালক জুয়েলকেও অব্যাহতি দেয়া হয়। এই চার্জশিটের বিরুদ্ধে আদালতে না রাজি দেন তৈমূর। না রাজি খারিজ হয়ে গেলে তিনি উচ্চ আদালতে রিভিশন করেন। মেয়র নির্বাচনে গিয়াসউদ্দীনকে পক্ষে নামাতে সেই রিভিশন প্রত্যাহার করেন এবং না রাজি খারিজ হয়ে যায়। ফলে আসামিরা অব্যাহতি পান।

বর্তমানে বছরে একদিন ১৮ ফেব্রুয়ারি সাব্বির আলম হত্যার বিচার দাবি করেন তৈমূর। শহরে শোক র‌্যালী, সন্ত্রাসী ও মাদকবিরোধী দিবস দাবি এবং নিহতের করব জিয়ারত করেন। কিন্তু তৈমূর আলমের এমন কর্মসূচিতে কখনই উপস্থিত দেখা যায়নি নিহত সাব্বির আলম খন্দকারের পরিবারের কোন সদস্যকে। তবে যাদের অভিযুক্ত করে আসামি করেছিলেন সেই মনিরুল ইসলাম সজলকে দেখা যায় বিচার দাবির কর্মসূচিতে। আসামি হওয়া অহিদুল হক ছুক্কু, ডিব্বা হালিমকেও তৈমূর আলমের সঙ্গে রাজনীতিতে দেখা গেছে। সারা বছর তৈমূর আলম মিডিয়াতে বক্তব্য দেন। কিন্তু তার ভাইয়ের মামলার ধার্য্য তারিখে তাকে কোন বক্তব্য দিতে দেখা যায়না। কারন তিনি মামলার কোন খোঁজ খবরও নেননা।