আদালতপাড়ায় টাউট উচ্ছেদ অভিযান ও শিক্ষানবিশ আইনজীবীদের লাল টাই পড়তে কঠোর নির্দেশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি টাউট উচ্ছেদ অভিযানে নেমেছে। টাউট প্রতিরোধে শিক্ষানবিশ আইনজীবীদের বাংলাদেশ বার কাউন্সিল নির্ধারিত লাল টাই পড়তে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে আইনজীবী সমিতির নির্ধারিত ফাইল, হাজিরা, ওকালতনামা, বেলভন্ড, রিলিজ, সমন, পরোয়ানা ফেরত সহ সকল কাগজপত্র বিক্রি হচ্ছে কিনা তা তদারকিতে নেমেছেন সমিতির নেতারা।

১০ ফেব্রুয়ারি সোমবার থেকে এই অভিযানে নামে জেলা আইনজীবী সমিতি। দুদিনের অভিযানে বেশকজনকে আটক করে আদালত থেকে উচ্ছেদ করা হয়েছে। যেসব শিক্ষানবিশ আইনজীবীরা লাল টাই পড়েনি তাদের লাল টাই পড়ে কোর্টে প্রবেশ করতে বলা হয় এবং যারা এখনো ইন্টিমেশন জমা না দিয়ে কোর্টে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন তাদের আদালত ত্যাগ করতে বলা হয়।

এ ছাড়াও যারা আইনজীবী সহকারী হিসেবে কাজ করছেন তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই করা হয়। যারা কোন বৈধ পরিচয়পত্র ছাড়া কোর্টে কাজ করছেন তাদের টাউট হিসেবে চিহ্নিত করে আদালতপাড়া থেকে বের করে দেয়া হয়।

এদিকে জানাগেছে, গত ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যকরী পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেল বিজয়ী হয়।

গত ২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সালের দায়িত্ব গ্রহণ করেছেন সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১৭ জন আইনজীবীদের নির্বাচিত পরিষদ।

এই পরিষদে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, লাইব্রেরী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকট হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া এবং কার্যকরী পরিষদ সদস্য পদে অ্যাডভোকেট অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর, অ্যাডভোকেট মোহাম্মদ আজিম ভূঁইয়া, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান ও অ্যাডভোকেট কামরুন নেছা সুবর্ণা।