খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে ঢাকার রাজপথে সোনারগাঁয়ের মান্নান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার রাজপথে নিজেই শ্লোগান তুলেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সেক্রেটারি আজহারুল ইসলাম মান্নান। ওই সময় মান্নানের সুরে তোলা শ্লোগানে তাল মিলিয়েছেন হাজার হাজার নেতাকর্মীরাও। এতে রাজধানীর রাজপথে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন রাজপথের সক্রিয় এই নেতা আজহারুল ইসলাম মান্নান। ইতিমধ্যে মান্নানের কণ্ঠে বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

৮ ফেব্রুয়ারি শনিবার বেগম খালেদা জিয়া কারাগারে বন্ধি হওয়ার ২ বছরের প্রথম দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে সমাবেশ করেছে বিএনপি। ওই কর্মসূচিতে সারাদেশের নেতাকর্মীরা যোগদান করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিপুুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মান্নান। সমাবেশ শুরু থেকে আজহারুল ইসলাম মান্নান নিজের কণ্ঠে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেন।

সোনারগাঁয়ের বিএনপির নেতাকর্মীদের একমাত্র ভরসা এই আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির আহ্বায়ক শাজাহান মেম্বার, সদস্য সচিব পৌর কাউন্সিলর মোতালেব, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নয়ন, মাসুম মোল্লা, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কাচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামেদ, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি হাফিজ, প্রচার সম্পাদক আবু সাঈদ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, মোবারক, সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ প্রধান, আশরাফ ভূঁইয়া, আনোয়ার সাজ্জাদ চপল, আমির হোসেন, মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, রেজাউল খন্দকার, সুমন ভূঁইয়া, আক্তার, নজরুল, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা কাউসার আহমেদ, সোহেল রানা, নোবেল মীর, আল-আমিন, ইমরান আলামিন, সোনারগাঁ থানা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সোনারগাঁ পৌর যুবদল নেতা সোহেল, মন্টু, আবু সায়িদ, হান্নান, জসিম, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিন, আব্দুল জলিল, নয়ন মোল্লা, শাহ আলম, এজাজ, রাজিব, সাউথ, সোনারগাঁ থানা শ্রমিকদল নেতা জসিম, ফারুক, আবু সায়ীদ, সালাউদ্দিন, শাহাবউদ্দীন, আরিফ, শামসুল হক সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।