আইনজীবী সমিতি নির্বাচন: মোহসীন মিয়ার যোগ্য সারথি মাহবুবুর রহমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার যোগ্য সারথি হিসেবে সেক্রেটারি পদে রয়েছেন টানা দুইবারের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রহমান। আইনজীবীরা এমনটাই দাবি করেন। একই সঙ্গে তাদের নেতৃত্বে সমিতির উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে বলেও আইনজীবীদের দাবি।

আইনজীবীরা জানান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির টানা দুই মেয়াদে সভাপতি পদে অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। আইনজীবী সমাজে জুয়েল মোহসীন জুটি ছিল ব্যাপক আলোচিত। আইনজীবী সমাজে আইনজীবীদের কল্যাণে ব্যাপক উন্নয়নে ভুমিকা রেখেছেন জুয়েল মোহসীন জুটি। তাদের ব্যাপক অবদানের কারনে আইনজীবী সমাজে ডায়নামিক আইনজীবী লিডার হিসেবেও খ্যাতি পান জুয়েল মোহসীন। যদিও তারা বরাবরই দাবি করেছিলেন, আমরা আইনজীবীদের লিডার হতে আসিনি, আমরা আইনজীবীদের সেবক, সেবার মানসিকতা নিয়ে এসেছি।

তবে এবার নতুন করে জুটি বাঁধতে যাচ্ছেন মোহসীন মিয়া। জুয়েল মোহসীন জুটির পেছনে টানা দুই মেয়াদে জয়েন্ট সেক্রেটারি পদে ছিলেন মাহবুবুর রহমান। সমিতির গঠনতন্ত্রে টানা তিন মেয়াদে একই পদে দায়িত্ব পালনের নিয়ম না থাকায় এবার নির্বাচন করতে পারেননি জুয়েল। সেই স্থলে এবার আইনজীবীদের উন্নয়নযাত্রায় নতুন বাহক হতে যাচ্ছেন মোহসীন ও মাহবুব। মোহসীন মিয়ার যোগ্য সারথি এখন মাহবুব।

আইনজীবীরা আরও বলছেন, ডিজিটাল বার ভবন নির্মাণ কাজ সম্পন্ন করতে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি মোহসীন মিয়া ও সেক্রেটারি মাহবুবুর রহমানকে বিজয়ী করা উচিত। তাদের হাতেই উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে। ফলে উন্নয়নযাত্রায় নব জুটি হতে যাচ্ছেন মোহসীন মাহবুব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান প্যানেল নির্বাচনী মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন।

এখানে উল্লেখ্যযে, মোহসীন মিয়া টানা দুইবার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি দুইবার যুগ্ম সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছিলেন। এর আগেও তিনি বিভিন্ন পদে সমিতিতে দায়িত্ব পালন করেছিলেন। অ্যাডভোকেট মাহবুবুর রহমান টানা দুই মেয়াদে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন। আদালতপাড়ায় তিনি একজন নম্র ভদ্র সদাচারি আইনজীবী হিসেবে পরিচিত। একজন ক্লিন ইমেজের আইনজীবী হিসেবে আদালতপাড়ায় পরিচিত মাহবুবুর রহমান।

এই প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন- অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, লাইব্রেরী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা বিষয়ক সম্পাদক অ্যাডভোকট হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুসরাত জাহান তানিয়া এবং কার্যকরী পরিষদ সদস্য পদে অ্যাডভোকেট অ্যাডভোকেট আসাদুল্লাহ সাগর, অ্যাডভোকেট মোহাম্মদ আজিম ভূঁইয়া, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সুজন প্রধান ও অ্যাডভোকেট কামরুন নেছা সুবর্ণা।

আগামী ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ২৯ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ করা হবে আইনজীবী সমিতির নির্মাণাধীন বার ভবনের নিচ তলায়।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আখতার হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আশরাফ হোসেন, অ্যাডভোকেট মেরিনা বেগম, অ্যাডভোকেট আব্দুর রহিম ও সুখচাঁদ সরকার।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সেক্রেটারি পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির লড়ছেন।

এই প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন- অ্যাডভোকেট রফিক আহমেদ, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আলম খান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান, আপ্যায়ণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট জিয়া উদ্দীন আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল প্রধান, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেট আলী হোসাইন এবং কার্যকরী পরিষদ সদস্য পদে অ্যাডভোকেট হেলাল উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট আয়নাল ও অ্যাডভোকেট মহিবুর রহমান।

এ ছাড়াও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ও সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলুর নেতৃত্বে একটি প্যানেল নির্বাচনে মনোনয়ন দাখিল করেছিলেন। মনোনয়ন প্রত্যাহারের দিন এই পরিষদের ১৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এই পরিষদের আপ্যায়ণ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ ও সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচনে রয়েছেন অ্যাডভোকেট রোমেল মোল্লা।