আবদুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনে মহাজোটের প্রার্থী ও এমপি একেএম সেলিম ওসমানকে সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোটের প্রার্থী সেলিম ওসমানকে ইতোমধ্যে আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ মহাজোটের শরীক দলগুলো পূর্ণ সমর্থন জানিয়েছে। সেই সঙ্গে সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জ বিএনপির একটি অংশ। জাতীয় ও জেলা ভিত্তিক প্রায় ৪৩টি ব্যবসায়ী সংগঠন সহ নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায় স্বর্তস্ফূর্ত সমর্থন জানিয়ে বিপুল ভোটে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন।
সেই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া হীরা মহলে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর উপলক্ষ্যে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এমপি সেলিম ওসমানকে সমর্থন দিয়ে আবারো বিজয়ী করে ঘরে ফেরার ঘোষণা দিয়েছেন আইনজীবী নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান বলেছেন, আইনজীবীরা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া আপনাদের কাজ না। আপনারা শুধু আপনাদের বাড়ির ভোটটি নিশ্চিত করুন। আমার নির্বাচন করার কোন ইচ্ছা ছিল না। গতবার নির্বাচন করেছি আমার মায়ের ইচ্ছায় আর এবার প্রধানমন্ত্রীর ইচ্ছায় যাকে আমি আপা ডাকি। তিনি আমাকে নারায়ণগঞ্জের মানুষের জন্য লাঙল প্রতীক দিয়েছেন। সুতরাং তার সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে আসা আমাদের কর্তব্য।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভেকোটে হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন বাশার রুবেল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিনুল হক, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ, জেলা আদালতের পাবলিক (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, জিপি অ্যাডভোকেট মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ ভূইয়া, অ্যাডভোকেট জহির উদ্দিন কাবলু, অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু, অ্যাডভোকেট ইমদাদুল হক তারাজ উদ্দিন, সমিতির কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট রাশেদ ভূইয়া, অ্যাডভোকেট অঞ্জন দাস, অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, অ্যাডভোকেট সেলিনা ইয়াসমিন, অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন সহ প্রায় ৫ শতাধিক আইনজীবী মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।