সেই ‘তেলাপোকা পাখি’ পার্টির লাঙ্গলের পক্ষে মাহামুদা মালা!

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

গত বছর ওসমান পরিবারের সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহামুদা আক্তার মালা। গত বছরের মাঝামাঝি সময়ে আওয়ামীলীগ কার্যালয়ে মাহামুদা মালা এক সভায় বলেছিলেন, ‘তেলাপোকা একটি পাখি আর জাতীয় পার্টিও একটি পার্টি।’এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছিলেন এমপি সেলিম ওসমান। তবে সেই ‘তেলাপোকা পাখি’ পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন তিনি।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মহাজোট সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী এমপি সেলিম ওসমানের পক্ষে গণসংযোগ করেছেন মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরা। ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে নারায়লগঞ্জ শহরের ২নং রেলগেট, উকিলপাড়া, নন্দীপাড়া, ডিআইটি বানিজ্যিক এলাকা, নিতাইগঞ্জ, কালীবাজারসহ বিভিন্ন স্থানে ভোটারদের লিফলেটসহ লাঙ্গল মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। এ গণসংযোগের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মাহমুদা মালা নিজেই।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্য করে মাহমুদা মালা বলেন, যোগ্যপ্রার্থী নির্বাচিত করতে কখনো বিচলিত হবেন না। কেননা, এদেশটা আপনার আমার সকলের। জননেত্রী শেখ হাসিনার সুচারু পদক্ষেপই আজ আমরা সুশৃংঙ্খল একটি রাষ্ট্রে বসবাস করছি। আজ দেশ ধীরে ধীরে উন্নয়ণশীল রাষ্ট্রে পরিনত হচ্ছে। অতএব আপনাদের সামান্য ভুলের কারনে যাতে দেশের নেতৃত্ব যুদ্ধাপরাধী গোষ্ঠীর কাছে চলে না যায়।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী একেএম সেলিম ওসমানকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কেননা, উনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ৩০ ডিসেম্বর আপনারা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করুন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেত্রী রাশিদা বেগম, চায়না সুলতানা, মায়ানুর বেগম মায়া, নিলা আহমেদ নিশি, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খোকন, সুজিত সরকার, আল আমিন, ইকবাল হোসেন, শাহজাহান ও জাহাঙ্গীর প্রমুখ।