পুলিশের দ্বিমুখী আচরণ: যুবলীগের নির্বিঘ্নে শোডাউন, যুবদলকে পিটুনি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। আওয়ামীলীগ ও বিএনপির দুটি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেখা গেল পুলিশের দ্বিমুখী আচরণ। যেখানে নির্বিঘেœ নারায়ণগঞ্জ শহরে শোডাউন করেছে। আার বিএনপির যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পুুলিশের লাঠি পেটার শিকার হয়েছেন। যেখানে যুবদলকে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে লাঠি পেটা সেখানে সরকারি দল বিদায় যুবলীগ শহরে শোডাউন করেছে। এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলর খোরশেদ।

১২ নভেম্বর মঙ্গলবার মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার ফেসবুকে একটি স্ট্যাটাজ দেন। যেখানে তিনি পুলিশের দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেন এবং পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

যুবদল সভাপতি খোরশেদ লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকাল ১১ই নভেম্বর সোমবার। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের প্রতি শুভেচ্ছা ও তাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে প্রশাসনের দ্বিমুখী আচরণ নিয়ে দুটি কথা নারায়ণগঞ্জবাসীর প্রতি তুলে ধরতে চাই।’

তিনি লিখেন, ‘বাংলাদেশের বৃহত্তম যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলেরও ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আজ থেকে ১৫ দিন পূর্বে ২৭ অক্টোবর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা যুবলদের পক্ষ থেকেও র‌্যালীর আয়োজন করা হয়েছিল। যথাযথ নিয়মে প্রশাসনকেও অবহিত করা হয়েছিল যথাসময়ে। কিন্তু যুবদলের নেতাকর্মীরা র‌্যালীর জন্য জড়ো হতে শুরু করলে নির্ধারিত সময়ের আগেই পুলিশ বাঁধা দেয়, ধাক্কাধাক্কি ও লাঠিচার্জ শুরু করে। অবশেষে র‌্যালী বানচাল।’

তিনি পুলিশকে উদ্দেশ্য করে আরও লিখেন, ‘নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি হিসাবে প্রশাসনের কাছে আমার বিনীত জিজ্ঞাসা আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমাদের কি রাজনীতি করার অধিকার নেই? যুবদল কি নিষিদ্ধ কোন সংগঠন? সরকার বিরোধী দাবী দাওয়ার কর্মসূচি না হয় বাঁধা দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর মত একটি সাংগঠনিক কর্মসূচিতে কেন আমাদের প্রতি এই অবিচার? প্রশাসন তো কোন দলের নয়, সার্বজনীন। আমাদের প্রত্যাশা থাকবে শুধু আমাদের নয়, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা প্রশাসনের আন্তরিকতা কামনা করি।’

এখানে উল্লেখ্যযে, গত ২৭ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ শহরের জিমখানা থেকে জেলা যুবদলের নেতাকর্মীরা র‌্যালী বের করে। ওই র‌্যালী বিএনপির পুরাতন কার্যালয়ের সামনে আসলে পুলিশ বাধা দেয় এবং নেতাকর্মীদের লাঠি চার্জ করে র‌্যালীটি ছত্রভঙ্গ করে দেয় পুুলিশ। একই দিন এর আধা ঘন্টা পূর্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে র‌্যালীর প্রস্তুতি নেয় মহানগর যুবদলের সভাপতি খোরশেদ। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে দেয়নি। এদিকে ১১ নভেম্বর নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সরকারি দলের সংগঠন যুবলীগ। তারা শহরে শোডাউন করেছেন।