সোনারগাঁয়ে বসতঘরে বিষধর ৮টি সাপ উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামের ওমর আলী মুন্সির একটি বসতঘর থেকে বিষধর ৮টি কালি পানস সাপের বাচ্চা উদ্ধার করেছে ওঝা।

ওমর আলী মুন্সির ছেলে মোঃ আজিজ মিয়া জানান, কয়েকদিন পূর্বে আমার বসতঘরে একটি সাপের সলম দেখতে পায় তার স্ত্রী। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঘরের মাটিতে বিছানো রেকসিনের নিচে একটি কালি পানস সাপের মাথা দেখেতে পেয়ে তার স্ত্রী তাকে ঢাকতে থাকে। তখন তিনি এসে রেকসিন উঠালে একটি কালি পানস সাপের বাচ্চা দেখতে পেয়ে সেটি মেরে ফেলেন।

তিনি বলেন, এ ঘটনায় ৮ নভেম্বর শুক্রবার সকালে রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা ও মতিন মিয়া নামের দুইজন সাপুড়–কে ডেকে আনি। তারা ঘরের ভিতর মাটির খুড়ে নিচের গর্ত থেকে ৮টি কালি পানস সাপের বাচ্চা উদ্ধার করে সাপুড়ে জিম্মায় নিয়ে যায়।

সাপুড়ে মোস্তফা ও মনিত বলেন, আমরা সাপের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঘরের ভিতর মাটি খুড়ে বিষধর ৮টি কালি পানস সাপের বাচ্চা ও ৩০টি ডিমের খোসা পাওয়া যায়। মা সাপটি পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে সাপ দেখতে ওমর আলী মুন্সীর বাড়িতে শত শত লোক ভীড় করে।