২৫ অক্টোবর কবিয়ালের সাহিত্য উৎসব, ব্যাপক আয়োজন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

কবিয়াল সাহিত্য উৎসব-২০১৯ এর প্রস্তুতি সভা মন্ডলপাড়া অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামুলক বিষয়ে আলোচনা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- ইয়াদী মাহমুদ, দীপক ভৌমিক, বাপ্পি সাহা, শফিকুল ইসলাম আরজু, মাসুদ রানা সবুজ, শাহাদাৎ হোসেন ভূঁইয়া, মাসুদ রানা লাল, গিয়াস উদ্দিন খন্দকার, এমডি সোহেল, তছলিমা আক্তার পারভিন, সোলাইমান ইমরান, জুয়েল রানা, অপু ভূঁইয়া, খাদিজা আক্তার ভাবনা, আসমাউল হুসনা, রিয়া খান, সালাউদ্দিন ও আবুল কালাম আজাদ।

কবিয়াল আগামী ২৫ অক্টোবর শুক্রবার আলী আহমদ চুনকা পাঠাগারে দিনব্যাপী সাহিত্য উৎসব পালন করবে। অনুষ্ঠানটি ৩পর্বে অনুষ্ঠিত হবে। সূচনা পর্ব সকাল ৯টা ৩০ মিনিটে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগীতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

সূচনা পর্বে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলম, জেলা গ্রন্থাগারের সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন,

সাপ্তাহিক বিষের বাঁশি ও নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সুভাষ সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, রংমেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি সাবিরা সুলতানা নীলা ও কবিয়াল ফাউন্ডেশনের সভাপতি শফিকুুল ইসলাম আরজুু প্রমূখ।

মধ্যহ্ন পর্ব দুপুর ২টায় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে পালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সুব্রত পাল প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি জিএম ফারুক শিক্ষানুরাগী ও সমাজসেবক, কবি রণজিৎ মোদক, কবি দীপক ভৌমিক, কবি মিজান মিল্কী সভাপতি অনুপ্রাস জেলা শাখা নারায়ণগঞ্জ, কবি ইউসুফ আলী এটম ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক যুগের চিন্তা, কবি ইয়াদী মাহমুদ সদস্য বাংলা একাডেমী, এসএ শামীম কবি ও ছড়াকার, মানিক চক্রবর্তী কবি ও ছড়াকার, সভা প্রধান মাসুদ রানা লাল সাধারণ সম্পাদক কবিয়াল ফাউন্ডেশন।

মূল পর্ব বিকাল চারটায় আলোচনা, কবিতা পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পালিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক মো. জসিম উদ্দিন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, প্রধান অতিথি কবি হাবীবুল্লাহ সিরাজী মহা পরিচালক বাংলা একাডেমী, অতিথি রফিকুল ইসলাম দাদু ভাই দেশ বরণ্য কবি ও শিশু সাহিত্যিক, বিশেষ অতিথি নাহিদা বারিক উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ, রতন চন্দ্র পাল ব্যবস্থাপনা পরিচালক দিকদর্শন প্রকাশনী লি. ও স্বত্বাধিকারী গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপ, কবি হালিম আজাদ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম সভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, ফজলুল হক রোমন রেজা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নারায়ণগঞ্জ কলেজ, প্রকৌশলী ময়নুল আবেদীন চিত্রশিল্পী জয়নুল আবেদীনের কনিষ্ঠ পুত্র, সভা প্রধান বাপ্পি সাহা সভাপতি কবিয়াল ফাউন্ডেশন।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার নিউজ নারায়ণগঞ্জ, কবিয়াল টুয়েন্টিফোর, দৈনিক আমার সময়, বাংলা সংবাদ ও দৈনিক সংবাদচর্চা।