সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির আন্দোলনে ঢাকায় কেন্দ্রীয়ভাবে সরব বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ১৬ জুন রবিবার গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের এক সভা বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন বিল্ডিং এ আন্দোলনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আগামী শনিবার ২২ জুন সকাল ১১টায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির নয়াপল্টন কার্যালয় সম্মুখ হতে আইনজীবীদের এক মিছিলের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত মিছিলে সূপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবিসহ অন্যান্য কোর্টের বিজ্ঞ আইনজীবিদের অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন- সূপ্রীম কোর্টের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী গিয়াসউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আইয়ুব আলী আশ্রাফী, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট মোঃ আবদুল মতিন মন্ডল, অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, অ্যাডভোকেট মোঃ মনির হোসেন ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।

