সিদ্ধিরগঞ্জে ঝুঁট দখলবাজি নিয়ে গুলিবর্ষণকারী সোহাগ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ সোহাগকে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়।

১৩ জানুয়ারী মঙ্গলবার ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে মোঃ সোহাগের সঙ্গে তার দুই সহযোগী আব্দুল জলিল ও মোঃ পারভেজকেও গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তার সোহাগ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার একাধিক অপরাধের ‘পরিচিত মুখ’।

গত ৬ মার্চ ২০২৫ তারিখে সে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।

ওই ঘটনার ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই সোহাগ আত্মগোপনে চলে যায়।

স্থানীয়দের অভিযোগ, শক্তিশালী একটি চক্রের প্রত্যক্ষ মদদ ও শেল্টার ছাড়া এমন দুঃসাহসী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়।

সচেতন মহলের দাবি, সোহাগের মোবাইল ফোনের কল লিস্ট, মেসেজিং অ্যাপ ও আর্থিক লেনদেন (মোবাইল ব্যাংকিং) খতিয়ে দেখে তার সঙ্গে জড়িত শেল্টারদাতা ও মূল হোতাদের দ্রুত শনাক্ত করতে হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বলেন, “মোঃ সোহাগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে থাকা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”