রূপসীতে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করলেন তৈমূর আলম

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার ৪নং ওয়ার্ডের রূপসী গ্রামের তোরাব আলী খন্দকার সড়ক হইতে প্রধান বাড়ী পর্যন্ত খন্দকার পরিবারের নিজস্ব জমির উপর পৌরসভার নির্মিতব্য রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার। ৩ জানুয়ারী শনিবার সকালে এই কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে তৈমূর আলম খন্দকার ঘোষণা দেন নির্মিতব্য রাস্তার নাম হবে “রেয়াত আলী খন্দকার সড়ক” এবং আমাদের জমির উপর পরবর্তী যে রাস্তা নির্মিত হবে তার নাম হইবে “আবদুল কারী খন্দকার সড়ক”।

উল্লেখ খন্দকার পরিবারের জমির উপর তারাব পৌরসভার তিনটি রাস্তার নির্মিত হয়েছে যথাক্রমে- মাষ্টার তোরাব আলী খন্দকার সড়ক, বেগম জুহুরা খন্দকার সড়ক এবং বেগম রোকেয়া খন্দকার সড়ক।

আরো উল্লেখযোগ্য যে, রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় খন্দকার পরিবারের ৫৬ শতাংশ জমিতে ১৯২০ সনে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও রূপসী মডেল হাই স্কুল প্রতিষ্ঠায় খন্দকার পরিবারের জমি রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মনিরউদ্দিন ব্যাপারী কাওমী মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ আল-আমিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কাদির ভুঁইয়া, তারাব বিএনপির সাবেক সহ-সভাপতি মো: হালিম ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি তফসির আলম খন্দকার, মো: হালিম মুন্সী, আমীর আলী, মরশেদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন পারভেজ আলাল খন্দকার প্রমুখ।