নারায়ণগঞ্জের দু’টি আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দীনের মনোনয়ন বৈধ ঘোষণা

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসন এবং নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা থানাধীন ৫টি ইউনিয়ন ও সদর থানাধীন দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনর উভয় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

৩ জানুয়ারী শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।