নির্বাচনী আচরণবিধি মান্য করলেন নেতাকর্মীরা: বিএনপি প্রার্থী মান্নানের মনোনয়ন দাখিল

সান নারায়ণগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

২৮ ডিসেম্বর রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার শাহীনা ইসলাম চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন আজহারুল ইসলাম মান্নান।

এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ জেলা বিএনপির শীর্ষ নেতার উপস্থিত ছিলেন। এর আগে মান্নান মনোনয়নপত্র দাখিল করবেন এমন খবরে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ বিএনপির শীর্ষ পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে জড়ো হোন।

কিন্তু নির্বাচনী আচরণবিধি মেনে সকল নেতাকর্মীরা উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে বাহিরে অবস্থান নেন এবং শীর্ষ পর্যায়ের ৮/১০ জন নেতাকে সঙ্গে নিয়ে মান্নান তার মনোনয়নপত্র দাখিল করেন। এ কারনে মনোনয়ন দাখিলের সময় রিটার্নিং অফিসার মান্নানের প্রতি সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মনোনয়ন দাখিলের সময় উপস্থিত বিএনপির শীর্ষ নেতারা নির্বাচন কমিশনের সকল নির্দেশনা ও আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

মনোনয়নপত্র দাখিল শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাহিরে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, “এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমি নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের শোডাউন, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া,  সোনারগাঁও উপজেরা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, সদস্য মাসুদুজ্জামান মাসুদ, জাহাঙ্গীর আলম, বেগম নুরুন্নাহার, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, আরমান হোসেন, বাদশা খান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব সোহেল রহমান, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু সহ সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা।