সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে চুরি, ডাকাতি ও মাদক বিক্রি রোধে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর শনিবার বিকেলে উচিৎপুরা ইউনিয়ন কাউন্সিল অফিসে এই মতবিনিময় সব অনুষ্ঠিত হয়।
এসময় আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং চুরি ,ডাকাতি ও মাদক বিক্রি রোধে আপনারা থানা পুলিশকে সহযোগিতা করবেন। যার যার এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজ, চোর, ডাকাত এবং মাদক বিক্রেতা চিহ্নিত করে আপনারা ভয় না পেয়ে আমাকে জানাবেন। আমি তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে শাস্তির বিধান করব। আপনাদের জানমাল নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমি তাই করবো। আপনারা শুধু আমার থানা পুলিশকে সহযোগিতা করবেন। আর ডাকাতি রোধে প্রত্যেক এলাকায় রাতে পাহারা দেওয়ার জন্য তিনি এলাকাবাসীকে আহবান জানান।


