জনপ্রিয়তা ও ত্যাগের প্রতিফলনে চূড়ান্ত প্রার্থী মান্নান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে চূড়ান্ত প্রার্থী মনোনিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। ২৪ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় গুলশান কার্যালয় থেকে নিজের চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মান্নান। এর আগে গত ৩ নভেম্বর প্রাথমিকভাবে মান্নানকে মনোনিত ঘোষণা করেছিল বিএনপি।

প্রাথমিকভাবে মনোনিত হওয়ার পর সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে রীতিমত মান্নানের পক্ষে গণজাগরণ সৃষ্টি করেন নেতাকর্মীরা। দুটি থানা এলাকায় চাঙ্গা হয়ে ওঠেন বিএনপির নেতাকর্মীরা। রাজপথের ত্যাগী নেতা মান্নানের পক্ষে অবস্থান নেন বিএনপির রাজপথের নেতাকর্মীরা। একই সঙ্গে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জবাসীও মান্নানের প্রতি আকৃষ্ট হোন।

তবে এই আসন থেকে আরো বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহামুদ, সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য এসএম ওয়ালিউর রহমান আপেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।

কিন্তু মান্নানকে মনোনিত করার পর উপরোক্ত ৭জন নেতা মেনে নিতে পারেননি। তারা ৭জন একজোট হয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে নেতাকর্মীদের দিয়ে মানববন্ধন ও মশাল মিছিল করাতে থাকেন। নানা ধরণের ষড়যন্ত্র শুরু হয় মান্নানের বিরুদ্ধে। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে অডিও ভিডিও তৈরি করে মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

কিন্তু ১/১১ থেকে শুরু করে আওয়ামীলীগ সরকারের ১৭টি বছর রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন মান্নান। রাজপথে আন্দোলন করতে গিয়ে হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন মান্নান। কঠিন বিপদেও নেতাকর্মীদের আগলে রেখেছেন মান্নান। সোনারগাঁয়ের নেতাকর্মীদের অভিভাবক হিসেবে সঠিক দায়িত্ব পালন করেছেন তিনি।

শুধু তাই নয়, নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন ২০১৪ সালে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন মান্নান। আর সেই ত্যাগ ও জনপ্রিয় নেতা মান্নানের ‍উপর আস্থা রেখেছে কেন্দ্রীয় বিএনপি। যে কারনে তার হাতেই চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দিয়েছে বিএনপি।