সান নারায়ণগঞ্জ
প্রতিবছরের ন্যায় এবারও সোনারগাঁয়ের বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক মো: বজলুর রহমান সিআইপির সার্বিক সহযোগীতায় হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে সারাদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
২০ ডিসেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম চলমান ছিল। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এফবিসিসিআই’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচালক মো: বজলুর রহমান সিআইপি।
এসময় প্রায় ৩-৫হাজার গরীব অসহায় অসচ্ছল পরিবারকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া সকল রোগীদের অপারেশনের প্রয়োজন সেসকল রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের দায়িত্বভার গ্রহণ করেছেন মো: বজলুর রহমান।


