সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনীত প্রার্থী চুড়ান্ত ঘোষণার পর মুফতি মনির হোসাইন কাসেমী ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভোটের মাঠে এক হয়ে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান করেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ আর খেজুর গাছকে এক মনে করে নির্বাচনে কাজ করার জন্য সকলের প্রতি আহবান করেন তিনি। এসময় বিএনপির নেতৃবৃন্দরাও মনির কাসেমীকে বুকে টেনে নিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার ঘোষণা দেন।
২৩ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর বাসভবনে গিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মনির হোসাইন কাসেমী।
এদিকে জোটের মনোনয়ন পেয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জে ছুটে আসেন মনির হোসাইন কাসেমী। তার দলীয় নেতাকর্মী সহ সমর্থকদের নিয়ে ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ করেন। এবং তাদের হাতে হাত রেখে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তার মনোনয়নটি বিএনপির নেতাকর্মীদের কাছে উৎসর্গ করেন।
পরে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক বারী ভুইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন এবং দলের সিদ্ধান্ত মোতাবেক কাসেমীকে নির্বাচিত করার ঘোষণা দিলেন বিএনপির নেতৃবৃন্দরা।
এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সহসভাপতি তৈয়বুর রহমান, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির প্রমুখ।
শহিদুল ইসলাম টিটু বলেন, ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। এই কথা মনে করে আমাদের সামনের এগিয়ে যেতে হবে। আমরা অনেকে দলীয় ভাবে মনোনয়ন চেয়েছিলাম এবং মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করে মাঠে প্রচার প্রচারনা চালিয়েছিলাম। কিন্তু দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে জোটগত ভাবে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে মুফতি মনির হোসাইন কাসেমী সাহেবকে মনোনয়ন দিয়েছেন। তাই দলের সিদ্ধান্ত আমাদের চুড়ান্ত সিদ্ধান্ত। মনির হোসাইন কাসেমী সাহেবকে আমরা নির্বাচিত করে তারেক রহমানকে উপহার দিবো ইনশাআল্লাহ। কারণ এটা তারেক রহমানের সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করবো।
মনির হোসাইন কাসেমী বলেন, আমরা সবাই শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা যেহেতু ওনার সৈনিক তাহলে ধানের শীষ আর খেজুর গাছ আলাদা কিছু নয়। আমাদের লক্ষ্য যেহেতু একটাই তারেক রহমানের প্রতীককে নির্বাচিত করে তার হাতকে শক্তিশালী করতে চাই। আমরা যেহেতু সবাই এক জায়গায় আমাদের গাড়ির আলাদা প্রাথর্থক্য থাকতে পারি কিন্তু আদর্শের কোন প্রার্থক্য নাই।


