তারেক রহমানকে স্বাগত জানিয়ে রূপগঞ্জে আবু মাসুমের আনন্দ মিছিল

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকালে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে নামীয় ৩’শ ফুট সড়কে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত আনন্দ মিছিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম সাথে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম ভুঁইয়া নেতৃত্ব দেন।

আনন্দ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে আবু মোহাম্মদ মাসুম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে রূপগঞ্জের লাখো জনতা সারাদেশ থেকে আসা লোকজনকে শৃঙ্খলা, আপ্যায়নে নিয়োজিত থাকবো। আমরা আমাদের নেতাকে বরণ করে নেব। তারেক রহমান দেশের হাল ধরলে দেশের সার্বভৌমত্ব, শৃঙ্খলা, উন্নয়ন বজায় থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সরফরাজ মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।