ভূঁইগড় পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম মাদবর

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় পশ্চিমপাড়ার ৬ষ্ঠ তলা ভবন নির্মিত ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মসজিদ কমিটিতে নজরুল ইসলাম মাদবরকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

২৩ ডিসেম্বর মঙ্গলবার বাদ এশা মসজিদ কমিটির সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয় এবং নজরুল ইসলাম মাদবরকে এককভাবে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।

গঠিত কমিটির মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় আওলাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মাষ্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবির, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ বাবুল, ক্যাশিয়ার সাইফুদ্দীন মিয়া, দপ্তর রুপম মিয়া।

ভূইগড় পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মাদবর বলেন, ভূইগড় পশ্চিমপাড়া এলাকার জনগণ আমাকে ভাল বেসে সভাপতি হিসাবে নির্বাচিত করে যেই সম্মান করেছে আমার শরীরের এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি তাদের সম্মান রক্ষা করার চেষ্টা করবো। আর আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন ও সমাজ থেকে অপরাধ দমন এবং মাদকমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমিটির সবাইকে সাথে নিয়ে মসজিদের যত সমস্যা রয়েছে তাও সমাধানের চেষ্টা করবো।