সান নারায়ণগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা ইমাম হোসেন বাদলের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৪ ডিসেম্বর বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে এই মিছিল করেন ইমাম হোসেন বাদল।
তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির বর্তমান কমিটির সদস্য।
এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি সালাহউদ্দীন আহমেদ, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা আলী মাহমুদ, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রিন্স, বিএনপি নেতা জহিরুল ইসলাম, ইয়াসিন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।


