সোনারগাঁয়ে আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ

Oplus_131072

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় অবস্থিত আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় সোনারগাঁ কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের পরীক্ষায় এবং অত্র প্রতিষ্ঠানের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (দা.বা.), সভাপতি, কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ড, সোনারগাঁ।

প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ খোরশেদ আলম, সেক্রেটারি, আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ ফজল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, হাবিবপুর।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাড়ি চিনিষ।

এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন, চেয়ারম্যান পদপ্রার্থী, সনমান্দি ইউনিয়ন।

অনুষ্ঠানে, আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ৮ জন ছেলে শিক্ষার্থী পবিত্র কোরআনের নাজেরা পাঠ সমাপ্ত করে হেফজ বিভাগে সবক গ্রহণ করেছে। এ সময় প্রধান মেহমান হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (দা.বা.) নিজ হাতে শিক্ষার্থীদের হেফজের সবক প্রদান করেন।

পাশাপাশি ৭ জন ছেলে ও ৪ জন মেয়ে শিক্ষার্থী হেফজ সম্পন্ন করে হাফেজ ও হাফেজা হিসেবে কৃতিত্ব অর্জন করেছে।

সবক প্রদান শেষে প্রধান মেহমান হাফেজ মাওলানা মহিউদ্দিন খান তাঁর বক্তব্যে বলেন, নাজেরা থেকে হেফজে উত্তরণ একজন শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পথে সফল হতে হলে নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান অত্যন্ত জরুরি। আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা সুশৃঙ্খল পরিবেশে কোরআন শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, কোরআন হেফজ শুধু মুখস্থ করাই নয়, বরং কোরআনের আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই একজন হাফেজের প্রকৃত দায়িত্ব। বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এইচ এম মাহফুজ বিন হাবিব, মুহতামিম, আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা।