সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ ডিসেম্বর সোমবার বিকেলে আড়াইহাজার প্রাইলট স্কুল মাঠে কয়েকটি মাদরাসার শিক্ষার্থী ও আলেম ওলামা সহ স্থানীয় হাজার হাজার জনসাধারণদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন-নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আবদু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম লাভলু, পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটন, সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেকসহ আড়াইহাজার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ নজরুল ইসলাম আজাদ বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করি তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশনেত্রী একজন গণতন্ত্রের মা তার জন্য আজ দেশের সকল মানুষ দোয়া করছেন।


