বারদীতে মান্নানের পক্ষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রমিকদলের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও সুস্থ্যতা কামনায় সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বারদী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বিল্লাল মুন্সির সভাপতিত্বে বারদী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী নূর, সোনারগাঁও উপজেলা শ্রমিক সাধারণ সম্পাদক জুয়েল, সোনারগাঁ পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান, বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম মেম্বার, বারদী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার রফিক, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল, কবির হোসেন, মিজান, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ফারুক, সদস্য সচিব নুরুজ্জামান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আবু সাঈদ, পিরোজপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক আনসর, সদস্য সচিব নবী হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বারদী ইউনিয়ন শ্রমিক দলনেতা জসিম, মিজান, হেলন, বাবুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।