সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ বন্দর থানাধীন ২৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর বন্দর থানাধীন কঠিরবন এলাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কঠিরবন দারুল উলুম কাওমী মাদ্রাসার হাফেজ মোঃ আব্বাস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, আপসহীন নেত্রী, যে সব সময় দেশের জনগণকে ভালোবাসতেন। আমাদের নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের সেবা করতে পারেন।”
সভায় বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার ও মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মোমেন মিয়া।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল খন্দকার, ২২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, বন্দর উপজেলা যুবদল নেতা জনী খন্দকার, ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন, ২৪নং ওয়ার্ড যুবদল নেতা তাজুল ইসলাম, যুবদল নেতা ইব্রাহিম, ২৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা তানজিল আহাম্মেদ, সম্রাট, ২৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা তামিম, রাব্বী, ২৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, ২৬নং ওয়ার্ড বিএনপি নেতা পিয়ার আলী, ২৬নং ওয়ার্ড যুবদল সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম, ২৬নং ওয়ার্ড কৃষক দলের নেতা ইয়াছিন, বিএনপি নেতা আলী আক্কাসসহ ২৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


