সিদ্ধিরগঞ্জের মরহুম গাজী ইসমাঈলের পরিবারের পাশে থাকার ঘোষণা দিলেন মান্নান

সান নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মরহুম সাধারণ সম্পাদক গাজী ইসমাইল হোসেনের বাসভবনে গিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মিজমিজি পাইনাদী স্কুল রোডের গাজী ভবনে যান আজহারুল ইসলাম মান্নান। এ সময় তার সঙ্গে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, থানা বিএনপির নেতা মাসুদুজ্জামান মাসুদ সহ অন্যান্য শীর্ষ নেতারা।

এ সময় গাজী ইসমাইল হোসেনের সহধর্মিণী, পুত্র সহ ইসমাঈল হোসেনের ভাই থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কথা বলেন দোয়া প্রার্থনা করেন আজহারুল ইসলাম মান্নান।

এ সময় মরহুম বিএনপি নেতা গাজী ইসমাইল হোসেনের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন মান্নান এবং মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মরহুম গাজী ইসমাইল হোসেনের পরিবারের সদস্যরা।