সান নারায়ণগঞ্জ
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ আপু’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি তাঁতখানা বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনাসহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, আরমান হোসেন, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, আলী ইমরান শামীম, রিয়াজুল আলম ইমন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাবেক স্বাস্থ্য বিষয়ক মো. নুরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সদস্য আখতারুজ্জামান লিটন, মহানগর যুবদলের সাবেক সদস্য জামাল প্রধান, শিশির আহমেদ বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য শরিফুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সহ-সভাপতি মো. ইমতিয়াজ, সাবেক ৮নং ওয়ার্ড যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, সহ- সভাপতি নাজিম উদ্দিন মেম্বার, যুগ্ম সম্পাদক আব্দুল হাই, প্রচার সম্পাদক মোহাম্মদ রফিক, সহ- কোষাধ্যক্ষ কাজী গোলাম কাদির, বিএনপি নেতা ফারুক দেওয়ান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জামান হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সাব্বির হোসেন হৃদয়, মাসুদ, যুবদল মনজুরুল ইসলাম, বাবু মান্নান, আনোয়ার হোসেন, হোসেন, হাবিব, সেলিম, ইকবাল, জামাল, সুমন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান জয়, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু, রাসেল, কাউসার, অভয়, সিয়াম, বিজয়, আজিম, সিফাত, রাতুল সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপু সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের মহান রবের কাছে দোয়া প্রার্থনা করার অনুরোধ করেন।
এ সময় দোয়া মাহফিল পরিচালনা মিলাদ ও দুরুদ ইব্রাহিম পাঠ করেন হাফেজ মাওলানা ইব্রাহিম, পাঠ করেন হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, ইমাম ও খতিব তাতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মোস্তফা কামাল জিহাদি, এনায়েতনগর বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব।
এ ছাড়াও গত শুক্রবার জুম্মার নামাজের পরে সিদ্ধিরগঞ্জের পাঁচটি মসজিদে দোয়ার আয়োজন করা হয় এবং নারায়ণগঞ্জ,-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ সকল প্রার্থীর জন্য জন্য দোয়া এবং সুস্থ দীর্ঘায়ু লাভ করে শহীদ জিয়া ও দেশমাতার আদর্শকে ধারণ ও লালন করে তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের জনগণের জন্য কাজ করেতে পারেন সেই ধারাবাহিকতায় আজকে তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ ধন কুন্ডা দারুস সালাম জামে মসজিদে দোয়ার আয়োজন তবারক বিতরণ করা হয়।


