খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে তাঁতীদলের দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা তাঁতীদলের উদ্যাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার সোনারগাঁ উপজেলার কাচঁপুর বিসিক এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান।

এসময় প্রধান অতিথি মজিবুর রহমান বক্তব্যে বলেন, আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো থেকেও উনার জন্য দোয়া কামনা করছে।

তিনি আরো বলেন, এখন একটি মহল ষড়যন্ত্র করছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করব।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ তাঁতীদলের সচিব কাশেম পাটোয়ারী, নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের সদস্য সচিব সালমান আহমেদ রুবেল, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহ্বায়ক মুকবুল হোসেন, সোনারগাঁ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বুলবুল আহমেদ ও সদস্য সচিব হিসেবে আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, রশিদ মাস্টার, সদস্য মাসুদ আলম, রকমত আলী, পৌরসভা তাঁতীদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।