খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁও উপজেলা ওলামাদলের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে সোনারগাঁও উপজেলা ওলামা দল। উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বৈহাকর নূরে মদীনা মাদরাসায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ওলামাদলের আহ্বায়ক ও সোনারগাঁও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।

এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মোজাম্মেল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা আল আমিন, যুগ্ম আহ্বায়ক মুফতি জসিম উদ্দিন, মাওলানা লুৎফর রহমান, হাসনাত চৌধুরী, মাওলানা মঞ্জুরুল আমিন, হাফেজ রুহুল আমীন, বিল্লাল হোসেন।

এ ছাড়া সদস্য মাওলানা মোশারফ হাসেমী, মাওলানা আমিনুল হক, মাওলানা আকতার হোসেন, মো. কামরুল হাসান, কাঁচপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ফারুক আহমেদ, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান, কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া শেষে মাদরাসার এতিম ছাত্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।