অসুস্থ মহানগর কৃষকদলের সেক্রেটারি ফয়সালের খোঁজখবর নিলেন মান্নান

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল মোল্লা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় নারায়ণগঞ্জ নগরীর বিবি রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার বিষয়টি জানতে পেরে ফয়সালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

২৪ নভেম্বর সোমবার রাতে আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে ফয়সাল মোল্লাকে হাসপাতালে দেখতে যান পিএস সেলিম হোসেন দিপু। হাসপাতাল থেকে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ফয়সালের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজখবর নেন মান্নান।

পরবর্তীতে মান্নানের পক্ষে নগরীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়েরকে দেখতে যান সেলিম হোসেন দিপু। আজহারুল ইসলাম মান্নান অসুস্থ্য নেতাকর্মীদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।