সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে বিএনপির মনোনিত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিটি নেতাকর্মীকে কঠোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় যুবদল।
এর বাহিরে গেলেও কেউ বহিষ্কারের মত দলীয় কঠোর শাস্তির মুখোমুখী হতে পারেন বলেও সেই আভাস দেয়া হয়েছে। ইতিমধ্যে দলের বাহিরে গিয়ে কাজ করায় যুবদলের দুই নেতাকে শোকজ করে কঠোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় যুবদল।
২৪ নভেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের এক সভায় কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনার কথা মহানগর যুবদলের সকল নেতাকর্মীদের জানিয়ে দেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।
বৈঠকে আরো উপস্থিত মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, শাকিল মিয়া, মোফাজ্জল হোসেন আনোয়ার, সদস্য আরমান হোসেন, শহিদুল ইসলাম, জুয়েল রানা, সাইফুল ইসলাম, জুনায়েদ মোল্লা সহ মহানগর যুবদলের অন্যান্য সদস্যবৃন্দ।


