আমি এমপি হলে সিদ্ধিরগঞ্জে হাসপাতাল হবে: মান্নান

সান নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে এক সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জবাসী আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি তাহলে সিদ্ধিরগঞ্জে একটি হাসপাতাল করে দিবো। সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখলবাজি চলবে না। সিদ্ধিরগঞ্জ হবে শান্তিপূর্ণ নিরাপদ এলাকা।

তিনি হিন্দুসম্প্রদায়কে বলেন, আপনারা এ দেশের সংখ্যালঘু নন। আপনাদের জন্মসনদ আছে, আইডি কার্ড আছে, আপনারা এ দেশের নাগরিক। সিদ্ধিরগঞ্জে কোনো হিন্দুসম্প্রদায়ের জমি কেউ দখল করতে পারবেনা।

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগের লক্ষ্যে হিন্দুসম্প্রদায়ের নারী পুরুষের সঙ্গে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজহারুল ইসলাম মান্নান।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, থানা বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকে রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, পুজা উৎযাপন পরিষদের নেতা দুলাল চন্দ্র দাস।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মোফাজ্জল হোসেন আনোয়ার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, মহানগর যুবদলের সাবেক বাদশা খান, আশিকুর রহমান অনি, মাকসুদুর রহমান শাকিল, এডভোকেট শাহিন খান, মহানগর মহিলাদলের সাংগঠনিক সম্পাদক দিপালী আক্তার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ খান, যুবদল নেতা আরাফাত রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক মণ্ডল সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে ১০নং ওয়ার্ডের সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন আজহারুল ইসলাম মান্নান।