সান নারায়ণগঞ্জ
আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগ লাঠিসোটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে। এসময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আওয়ামী বিরোধী নানা ধরনের স্লোগান দেয়া হয়।
১২ নভেম্বর বুধবার গভীর রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরী হতে পঞ্চবটি সড়কে আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিল নেতৃত্ব দিয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
জানা যায়, সৈরাচার হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত। তারই প্রতিবাদে আওয়ামী লীগ ১৩ নভেম্বর লকডাউন ঘোষণা করেন। আর আওয়ামী লীগ লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করেন। এসময় নেতাকর্মীরা লাঠিসোটা হাতে নিয়ে আওয়ামী বিরোধী মিছিল বের করে।
মিছিলটি বিসিক শিল্পনগরী হতে ঢাকা মুন্সিগঞ্জ সড়কের মেথরখোলা রাস্তা পদক্ষিণ করে করে পঞ্চবটি গিয়ে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগের নানা অপকর্মের তথ্য তুলে ধরেন। এছাড়া আওয়ামী লীগ লকডাউনের নামে নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের কোন রকমের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর ভাবে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। এমনকি আওয়ামী লীগের কাউকে রাস্তায় দেখলে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়ার কথা বলা হয়।


