সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ও নির্দেশে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা জুড়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থান, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর ঢাকায় ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ১২ নভেম্বর থেকে ১৫টি স্পটে অবস্থান নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সোনারগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে রাতে বিভিন্ন স্পটে পরিদর্শন করেন।
১২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর রাত পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তা মাইক্রো স্টানের সামনে অবস্থান নিয়েছেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সোনারগাঁও পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চৈতি গার্মেন্টসের সামনে সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার ও সোনারগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার নেতৃত্বে সোনারগাঁ পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী সেলিম হক রুমি ও কাচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোমেন খান এর নেতৃত্বে কাঁচপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ, কাঁচপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নয়াবাড়ি এলাকায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিমের নেতৃত্বে অবস্থান করেন নেতাকর্মীরা।
এ ছাড়াও সাদিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারের নেতৃত্বে নয়াপুর মাঠে, পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক জয়নাল আবদিন মেম্বারের নেতৃত্বে মেঘনা টোল প্লাজা এলাকায়, মদনপুর এশিয়ান হাইওয়ে রোড ললাটি এলাকায়, কাঁচপুর ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ অবস্থান করেন।
জামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বস্তল এলাকায় অবস্থান করেন, সনমান্দীন ইউনিয়ন দরিকান্দি বাস স্টানে সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি শাফির উদ্দিন মজনুর নেতৃত্বে অবস্থান করেন। সোনারগাঁ পৌরসভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক টিপরদী বাস স্টান্ডে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মিঠুর নেতৃত্বে অবস্থান করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিরোজপুর ইউনিয়ন চ্যাঙ্গাকান্দি স্থানে সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুম রানার নেতৃত্ব অবস্থান করেন, ঢাকা সিলেট মহাসড়ক এশিয়ান হাই রোড মিররটেক বাজারে ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অবস্থান করে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শুকতারা পাম্পের সামনে পিরোজপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি ছোরহাব হোসেনের নেতৃত্বে অবস্থান করে।


