প্রায় ১০ হাজারাধিক জনতা নিয়ে সিদ্ধিরগঞ্জে মান্নানের সমাবেশ ও গণপ্রচারণা

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণে সম্প্রীতি সমাবেশ ও ধানের শীষের পক্ষে গণ প্রচারণা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দশ হাজারের অধিক নেতাকর্মী সমর্থক ও আমজনতা অংশগ্রহণ করেছেন।

৮ নভেম্বর শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৮নং ওয়ার্ডের ক্যানেলপাড় এলাকায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, বিএনপি নেতা নুর হোসেন মোল্লা, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফউদ্দীন মাহামুদ ফয়সাল, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, বাদশা খান, আশিকুর রহমান অনি, শাহিন শরীফ, ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সুহিন, শাহিন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সবুজ, সজীব, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল, সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সোনারগাঁও থানা বিএনপির নেতা বিএম ডালিম, মাসুম রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাদিম, ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম জিতু, ছাত্রদল নেতা তন্ময়, জুবায়ের, আবির, মেহেদী হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু, শরীফ, জাহাঙ্গীর হোসেন, মনজু মিয়া, সাহেদ, সজল, আরাফাত, ফিরোজ, আসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

সমাবেশের পুর্বে কাঁচপুর সেতু থেকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা কয়েকশ মটর সাইকেল ও গাড়িবহর নিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বরণ করে সমাবেশস্থলে নিয়ে যান। সমাবেশ শেষে লিফলেট বিতরণ করেন মান্নান।