আড়াইহাজারে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আরিফ আকবর পিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিংকু উপজেলার দুপ্তরা ইউনিয়নের বাঝবী পূর্বপাড়া গ্ৰামের মোঃ আলীর ছেলে।

১২ অক্টোবর রবিবার দিবাগত গভীর রাতে থানার এএসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায় থানার একটি নিয়মিত মাদক মামলায় আদালতে তার ৬ মাসের সাজা হয়, এরপর থেকে সে গাঢাকা দিয়ে পলাতক থাকে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন গ্ৰেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন সোমবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।