মান্নানের নির্দেশে সোনারগাঁও পৌর এলাকায় যুবদলের লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পৌরসভা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সর্ব সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে সোনারগাঁও পৌর যুবদলের নেতাকর্মীরা।

৭ অক্টোবর মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের দিকনির্দেশনায় সোনারগাঁও পৌরসভার পানাম নগরী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সালে মুছা এবং পৌর যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক আল-আমিনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা পানাম বাজারের ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা দাবির সারসংক্ষেপ তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন।

এ সময় কর্মসূচিতে সোনারগাঁও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পানাম নগর এলাকা কিছু সময়ের জন্য বিএনপির প্রচারণায় মুখরিত হয়ে ওঠে।