সিদ্ধিরগঞ্জের মরহুম কামাল হোসেনের পরিবারের সদস্যদের সালাম জানালেন মান্নান

সান নারায়ণগঞ্জ

মরহুম বীর মুক্তিযোদ্ধা কামাল প্রায় দীর্ঘ এক যুগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালের ৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান রাজনীতিবিদ। এলাকায় তার ব্যাপক সুনাম অক্ষুন্ন রয়েছে। তার পুরো পরিবারটি বিএনপির রাজনীতিতে জড়িত।

বিএনপির রাজনীতিতে জড়িত সেই পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে তাদের সালাম জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও ‍উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

৪ অক্টোবর শনিবার বিকেলে আজহারুল ইসলাম মান্নানের পিএস সেলিম হোসেন দিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মরহুম কামাল হোসেনের বাসভবনে যান। ওই সময় সেলিম হোসেন দিপু মরহুম কামাল হোসেনের সহধর্মিনী জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল ও পুত্র জেলা তরুণ দল নেতা মাজহারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সালাম পৌছে দেন।