ধানের শীষ প্রত্যাশি আপেলকে স্বাগত জানালো সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি এসএম ওয়ালিউর রহমান আপেলকে স্বাগত জানিয়েছে তাকে নিয়ে লিফলেট বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা, যারা মুলত জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীনের অনুগামী হিসেবে পরিচিত। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ওয়ালিউর রহমান আপেল সিদ্ধিরগঞ্জে এসে থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন।

জানাগেছে, এসএম ওয়ালিউর রহমান আপেল কেন্দ্রীয় যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। এই আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি হিসেবে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তবে গত শুক্রবার সোনারগাঁও পৌর এলাকায় এক নির্বাচনী আলোচনা সভায় মুহাম্মদ গিয়াসউদ্দীন জানিয়েছেন এই আসন থেকে তিনিও ধানের শীষ প্রতীকে মনোনয়ন চাইবেন।

একই দিন ওয়ালিউর রহমান আপেল সিদ্ধিরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে আসলে সেখানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম স্বাধীন, ডিএইচ বাবুল, থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শরীফ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা গিয়াসউদ্দীনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং একই সঙ্গে থানা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা আপেলকে নিয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।