সান নারায়ণগঞ্জ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মো: আশরাফ উদ্দিন ২৬ সেপ্টেম্বর শুক্রবার রহমতপুর জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসুল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হলেও মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের রায়ে নির্বাচিত হতে চাই। আমাকে সুযোগ দিলে দল-মত নির্বিশেষে মোগরাপাড়া ইউনিয়নকে একটি পূর্ণাঙ্গ মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
হাজী আশরাফ উদ্দিন আরও বলেন, “পরিবর্তন আনতে হলে জনগণের ঐক্যবদ্ধ রায় দরকার। নির্বাচিত হতে পারলে এলাকাবাসীর পরামর্শক্রমে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, ঈদগাহসহ সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে।
এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আবুল হোসেন, সম্পাদক হাজী মো: তমিজউদ্দিন, রফিক মেম্বার, মো: নূর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে তিনি সকলের নিকট নির্বাচনী প্রচারণায় সহযোগিতা ও দোয়া কামনা করেন।
নামাজ শেষে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন ৪নং ওয়ার্ড রহমতপুর এলাকায় ব্যাপক জনসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।