সান নারায়ণগঞ্জ
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি” -এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান করা হয়।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ।
জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। মহিলা পরিষদের উপদেষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী নিয়োগী ও সদস্য শিল্পী দীপা ও মল্লিকা সংগীত পরিবেশন করেন।
আলোচনা করেন জেলার সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকনা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, এলজিইডির জেন্ডার বিষয়ক কর্মসূচি সংগঠক নাসিমা আক্তার।
বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক মাস পালন করেছে। উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন, তরুণীদের নিয়ে আলোচনা সভা, আমলাপাড়া, কদমতলী, গোদনাইল, আলামিন নগরে কর্মীসভা, রচনা প্রতিযোগিতা, স্কুলের ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা, পত্রিকায় কর্মসূচির সংবাদ প্রচার ও আজকের সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। সারা নারায়ণগঞ্জে শহর ও পাড়ার সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা গেছে। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি এলাকায় প্রভাব ফেলেছে। তরুণ -তরুণী, নারী-পুরুষ সকলে প্রশংসা করেছে।
সভায় জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।