‘নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব’

সান নারায়ণগঞ্জ

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার আনন্দধামের উদ্যোগে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সামাজিক স্থিতিশীলতা রক্ষা ও কল্যাণ রাস্ট্র বিনির্মানে নাগরিক সমাজের দায়িত্ব ও কর্তব্য”- শীর্ষক মুক্ত আলোচনা সভা স্থানীয় গ্রীন আপেল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ড: মো: আবু তারিক ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কাউন্সিলের চেয়ারম্যান কলামিস্ট জনাব নুরুল হুদা মিলু চৌধুরী।

আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফের সার্বিক তত্ত্বাবধানে ও ফাউন্ডিং কাউন্সিলর মো: শাহ আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ফাউন্ডিং কাউন্সিলর ও পরিচালক বাবু শ্যামল দত্ত, মোতালেব সানি, কবি ও সাহিত্যিক এনামুল হক প্রিন্স, কবি জাহাঙ্গীর ডালিম,আবদুল মজিদ মৃধা, খোকন গাজী, ডা: অমল মন্ডল, রায়হান আহমেদ ভূইয়া, রতন সাহা, প্রানবল্লব সাহা, ইসমাইল খান, জাহিদ রাব্বি প্রমুখ।

প্রধান অতিথি বিচারপতি ড: আবু তারেক তার বক্তব্যে বলেন আমাদের দেশের জনগণের একটি বড় অংশ মনে করে, যে যখন ক্ষমতায় থাকবে, তারাই সবকিছু করে দেবে। কিন্তু এই দৃষ্টিভঙ্গি নাগরিক দায়িত্ববোধের অভাব এবং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে প্রতিবন্ধক। রাষ্ট্র পরিচালনার জন্য একটি দল বা সরকার যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালন করা।

তিনি বলেন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত স্থিতিশীল কল্যাণ রাস্ট্র বিনির্মান অসম্ভব। এই জন্যে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্ব বোধ ও দেশ প্রেম নিয়ে কল্যান রাস্ট্র বিনির্মানে এগিয়ে আসতে হবে। নাগরিক হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের নিয়ম-নীতি মেনে চলা, কর প্রদান করা, এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

বিশেষ অতিথি জনাব মিলু চৌধুরী আনন্দধামকে ধন্যবাদ জানিয়ে বলেন, আনন্দধামের এই আয়োজন আমাদের নাগরিক দায়িত্ব বোধকে আরো সচেতন করবে।

সভা শুরুর পুর্বে সম্মানিত বিচারপতি ড: তারেক নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সমসাময়িক বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ তাকে স্বাগত জানান।