মোগরাপাড়া ইউনিয়নকে উন্নয়নের মডেল গড়তে চান আশরাফ উদ্দীন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোম্পানিগঞ্জ বাইতুল নুর জামে মসজিদে ২৯ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আশরাফ উদ্দিন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. কাইয়ুম প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আশরাফ উদ্দিন বলেন, ক্ষমতা নয়, আমি চাই জনগণের সেবা ও উন্নয়নকে সামনে রেখে সততার প্রতীক হয়ে কাজ করতে। পুরাতন ধারার রাজনীতির পরিবর্তন এনে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে উন্নত মোগরাপাড়া গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবো।

এসময় তিনি কোম্পানিগঞ্জ বাইতুল নুর জামে মসজিদের উন্নয়ন কাজে সহায়তার জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি মসজিদের উন্নয়ন ও এলাকার সম্প্রীতি রক্ষায় নিরলসভাবে কাজ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি মো. কাইয়ুম প্রধান, মো. সিরাজুল ইসলাম, মো. কামাল, বেলায়েত, কবির, তাজ উদ্দিন, কফিল উদ্দিনসহ সংশ্লিষ্টদের নাম উল্লেখ করে বলেন, আপনাদের ঐক্য ও ত্যাগের কারণেই এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় আছে। আমি আপনাদের সঙ্গে সেই ঐক্যের অংশীদার হতে চাই।

সভায় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. কাইয়ুম প্রধান, কোষাধ্যক্ষ মো. বেলায়েত হোসেন এবং সোনারগাঁ খালেক আঞ্জুমান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো. কামাল মোল্লা।

মতবিনিময় সভা শেষে হাজী আশরাফ উদ্দিন মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, হাজী মো. আশরাফ উদ্দিন একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। তিনি ‘আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজসেবামূলক কাজে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে আমি মোগরাপাড়া ইউনিয়নকে উন্নত, সেবা ও সমৃদ্ধির প্রতীকে রূপ দিতে চাই। আল্লাহ যেন আমাকে এই কাজে সফলতা দান করেন।