মান্নানের নির্দেশে পিরোজপুর ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন এবং মেঘনা বেপারী বাজার এলাকায় সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী জয়নাল মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হাজ্বী শহিদুল্লাহ, ছামাদ মেম্বার, খবির উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তমিজ উদ্দিন, আলীনুর বেপারী, হাসান বসরী, সাহানুর, দুলাল, জুয়েল, পিরোজপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি নেতা নবী হোসেন, স্বপন, রিপন, ইকবাল, দেলোয়ার বেপারী, আল-আমীন, মাসুদ সহ শত শত নেতাকর্মী।