সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত পূর্ণ প্যানেলকে বিজয়ী করতে ভোটের মাঠে এগিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান। এই নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেও ভোটের মাঠে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে গুরুদায়িত্ব পড়েছে তার উপর। এই প্যানেলের শক্ত প্রার্থী আনোয়ার প্রধান।
আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আইনজীবী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন বিএনপির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
২৬ আগস্ট মঙ্গলবার প্রচারণার শেষ দিন সকাল থেকে কোর্টপাড়ায় তার প্যানেলের আইনজীবীদের নিয়ে ভোট প্রার্থনা করেছেন আনোয়ার প্রধান। এ সময় তার সঙ্গে ছিলেন সহ-সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন সহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা। আইনজীবীদের সালাম আদাব দিয়ে এবং হ্যান্ডবিল তুলে দিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি।
জানাগেছে, বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে আছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আছেন অ্যাডভোকেট আনোয়ার প্রধান। জামায়াতের প্যানেলে সভাপতি পদে প্রার্থী অ্যাডভোকেট হাফিজ মোল্লা ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মাঈন উদ্দীন মিয়া এবং বিএনপির বিদ্রোহী প্যানেলে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট এসএম গালিব ভোটের লড়াইয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।