দলমত নির্বিশেষে সকল আইনজীবীর কাছে ভোট প্রার্থনায় অ্যাডভোকেট সাদ্দাম হোসেন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কল্যাণে এবং আইনজীবী সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় নিয়ে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে অংশগ্রহণ করেছেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। আগামী ২৮ আগস্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান পরিষদ প্যানেলে সহ-সভাপতি পদে দলের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

২০০৫ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মাধ্যমে আইন পেশায় আসেন ছাত্রদলের রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসা এই আইনজীবী। আদালতপাড়ায় একজন সদালাপী সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। দলমত নির্বিশেষে সকল সিনিয়র জুনিয়র আইনজীবীদের সঙ্গে রয়েছে তার সোহার্দ্যপূণ সম্পর্ক। পরিচ্ছন্ন, সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সহিত তিনি আইন পেশা পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদকের অনুসন্ধানে জানাগেছে, বিগত আওয়ামীলীগ সরকার আমলে আদালতপাড়ায় বিএনপির রাজনীতির পাশাপাশি আদালতপাড়ার বাহিরেও বিএনপির রাজনীতিতে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সাদ্দাম হোসেন। একই সঙ্গে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে রাজপথে আন্দোলনের পাশাপাশি বিএনপির যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের পক্ষে আইনি সেবা প্রদান করেছেন তিনি।

এ ছাড়াও ২০২৪ সালের নির্বাচনের পূর্বে যেসব নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এবং জুলাই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছেন সেইসব গ্রেপ্তারকৃতদের পাশে থেকে আইনি সেবা প্রদান করেছেন। এ সময়টুকু তিনি নিজ বাড়িতে থাকতে পারেননি। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন ম্যাচ বাড়ি ও বাসা বাড়িতে আত্মগোপনে থেকে মুখে মাস্ক পরিধান করে খুব সকালে কোর্টে প্রবেশ করতেন এবং সন্ধার পর মাস্ক পরিধান করে কোর্ট থেকে বের হয়ে আবারো আত্মগোপনে চলে যেতেন। এভাবে দলের জন্য রাজপথে কাজ করেছেন এবং নেতাকর্মীদের আইনি সেবা দিয়েছেন তিনি।

আওয়ামীলীগ সরকার আমলে আইনজীবী সমিতির নির্বাচনে যখন অনেকেই প্রার্থী হতে চাননি, ঠিক সেই সময় তিনি সরকারি দলের আইনজীবীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন। এবারের নির্বাচনেও তিনি সহ-সভাপতি পদে প্রার্থী হয়ে সকল আইনজীবীদের দোয়া ও ভোট প্রার্থনা করে যাচ্ছেন। দলমত নির্বিশেষে সকলের মাঝে অ্যাডভোকেট সাদ্দাম হোসেন একজন নম্র ভদ্র মানুষ হিসেবেই নারায়ণগঞ্জ আদালতপাড়ায় পরিচিত।

অ্যাডভোকেট সাদ্দাম হোসেন সোনারগাঁও পৌরসভার বাসিন্দা। তিনি ছাত্র জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত। তিনি সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পৌরসভা যুবদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন।