খালেদা জিয়ার জন্মদিনে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক, সহ-সভাপতি গোলজার, আব্দুল হালিম, নাসির উদ্দীন নাসু, আমির হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, গোলজার হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা সানাউল্লাহ প্রধান, চঞ্চল হোসেন, আনিস মিয়া, শাহজাহান মৃধা, এসহাক, আহছানউল্লাহ, আতাউর রহমান, জাসিম উদ্দিন, মিলন, আসাদুল্লাহ, ডালিম, ওসমান সহ নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।