সোনারগাঁও বারদীতে মান্নানের নির্দেশে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

সান নারায়ণগঞ্জ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আওতাধীন বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শান্তিরবাজারে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

২৯ জুলাই মঙ্গলবার বিকেলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।

এতে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ বিল্লাল মুন্সির সভাপতিত্বে ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আসাদ মাষ্টার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল করিম মেম্বার, ডাঃ রফিকুল ইসলাম, হালিম মেম্বার, আবদুল হালিম, পনির মুন্সি, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাসির মেম্বার, রফিকুল ইসলাম, কামাল, জহির, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন।

এ ছাড়াও বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আলী হোসেন, ইমামদ্দিন, ধনু মিয়া, আবু তৈয়ব, বারদী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদল নেতা সানোয়ার, ইকবাল, মারুফ, হারুন, জিয়াউর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।